ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বৃহস্পতিবার তিন কোম্পানির এজিএম

প্রকাশিত: ১২:১১ পিএম, ২৬ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো- তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার তুং হাই নিটিং এর এজিএম সকাল ১০টায় রাজধানীর কাকারাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) এ অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ ছিল গত ৩০ জুলাই। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।  

স্টাইল ক্রাফটের বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর মহাখালীতে অবস্থিত হোটেল অবকাশে বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ ছিল গত ৩০ জুলাই। স্টাইল ক্রাফট ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মেঘনা লাইফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর কাকারাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ ছিল গত ৩০ জুলাই। মেঘনা লাইফ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার।

প্রসঙ্গত, বার্ষিক সাধারণ সভায় কোম্পানি তিনটি সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিক্রমে অনুমোদন হতে পারে।

 

এসআই/এএইচ