সূচক বাড়লেও কমেছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
বুধবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮শ’ ৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে, ৪৩১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকা। বুধবার ডিএসইতে ৩১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০ টির দাম বেড়েছে, কমেছে ১০৬ টির আর অপরিবর্তিত আছে ৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৯ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪ পয়েন্টে দাড়িয়েছে।
এদিন সিএসইতে মোট ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে এক শ’ ২২টির, কমেছে ৮০ টির আর অপরিবর্তিত আছে ৪৪টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এসআই/এসআইএস/আরআইপি