ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ

প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৬ আগস্ট ২০১৫
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) ১৫ সদস্য নিয়ে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ এসোসিয়েশন দি ফেডাশেন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে।
 
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে সংগঠনটির অনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু একথা জানান।
 
তিনি বলেন, পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের সচেতন করতেই এ অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। সংগঠনটি ডিএসইর দুইশ ৫০টি ব্রোকারেজ হাউজের প্রতিনিধিত্ব করবে। একই সঙ্গে ব্রোকারেজ হাউজগুলো প্রটেকশন হিসেবে কাজ করবেন।
 
সংবাদ সম্মলনে অ্যাসোসিয়েশনের সদস্য ও ডিএসইর সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন, শাহেদ আব্দুল খালেক, খুজিস্তা নূর-ই-নাহরীন, ডা. জহিরুল ইসলাম এবং মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
 
অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা হলেন: কাজী ফিরোজ রশিদ,আব্দুল হক, মিজানুর রহমান খান, মো. হানিফ ভূইয়া,শরিফ আতাউর রহমান, মোস্তাক আহমেদ সিদ্দিকী, এ এস শহিদুল হক বুলবুল, খাজা আরিফ আহমেদ।
 
সংবাদ সম্মেলনে আহসানুল হক টিটু বলেন, প্রাইমারী মার্কেটকে উন্নত করতে না পারলে পুঁজিবাজার ভালো হবে না। তাই আইপিও অনুমোদন দেয়ার পূর্বে ভালোভাবে যাচাই বাছাই করে দিতে হবে। ব্রোকারেজ হাউজগুলো বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, এ সংগঠন ব্রোকারেজ হাউজগুলো অনিয়ম রোধে কোনো ধরনের পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে আহসানুল হক টিটু বলেন, ব্রোকারেজ হাউজগুলোর সচেতনতা বাড়াতে পারলেই এ ধরনের অনিয়ম রোধ করা সম্ভব। তাই এই অ্যাসোসিয়েশন ব্রোকারেজ হাউজগুলোকে সচেতনতা কার্যক্রমের আওতায় আনার কাজ করবে।

এসআই/এএইচ/আরআইপি