ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ওড়না-হিজাব ১০০, শাল দেড়শ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী চলা ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হবে আগামীকাল শনিবার (৯ ফেব্রুয়ারি)। শেষ সময়ে মেলার ওড়না হিজাব একশ’ টাকা, শাল দেড়শ’ এবং ওয়ান পিস দুইশ’ টাকায় বিক্রি হচ্ছে। একাধিক প্রতিষ্ঠান তাদের স্টলে কাগজে লেখা স্টিকার ঝুলিয়ে এভাবে ওড়না হিজাব, শাল এবং ওয়ান পিস বিক্রি করছেন।

এসব স্টলের বিক্রয়কর্মীরা বলছেন, ওড়না হিজাব, শাল এবং ওয়ান পিস প্রতিটি পণ্যই মেলায় প্রকৃত দামের থেকে কম দামে বিক্রি করা হচ্ছে। তবে এতে প্রতিষ্ঠানগুলোর লোকসান হচ্ছে না। বরং লাভের পরিমাণ বেশিই হচ্ছে। কারণ কম লাভ করায় অনেক বেশি বিক্রি হচ্ছে।

তবে মেলার ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, মেলায়ে একশ’ টাকায় যেসব ওড়না-হিজাব বিক্রি হচ্ছে তার মান খুবই নিম্ন। ওড়নার পাশাপাশি শাল ও ওয়ান পিসের মানও খুবই নিম্ন। রাজধানীর নিউমার্কেট-গাউসিয়া মার্কেটে এসব পণ্য ফুটপাতে বিক্রি হয়। মেলায় যে দাম রাখা হচ্ছে ফুটপাতেও একই রকম দাম রাখা হয়।

MELA-(1)

মেলায় নামবিহীন স্টল নিয়ে ওড়না হিজাব একশ’ টাকা, শাল দেড়শ’ এবং ওয়ান পিস দুইশ’ টাকায় বিক্রি করছেন মো. সামাদ। তিনি বলেন, ‘আমাদের এখানে কোন পণ্যের কত দাম তা উল্লেখ করে দিয়েছি। ফলে ক্রেতাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। যারা এ দামে কিনতে আগ্রহী তারা আমাদের স্টলে এসে পণ্য দেখে কিনবেন। কেউ না কিনলে আমরা জোর করে বিক্রি করব না।’

পণ্যের মানের বিষয়ে তিনি বলেন, ‘এসব পণ্য অবশ্যই পাঁচশ’, হাজার টাকা দামের মানের সমান হবে না। তবে আমরা মেলায় যে দামে বিক্রি করছি, বাইরে তার থেকে বেশি দামে বিক্রি হয়। মেলায় বেশি বিক্রি করে বেশি লাভের জন্য আমরা এমন অফার দিয়েছি।’

MELA-(3)

মেলার সার্ভিস গেটের কাছাকাছি ওড়না হিজাব একশ’ টাকা, শাল দেড়শ’ টাকা এবং ওয়ান পিস দুইশ’ টাকা বিক্রির আর একটি স্টল রয়েছে। এ স্টলের বিক্রয়কর্মী মো. আরিফুল বলেন, ‘মেলার প্রথম থেকেই আমরা স্টল দিয়ে বসেছি। আল্লাহর রহমতে আমাদের বিক্রি বেশ ভালো হচ্ছে। বর্তমান বাজারে এতো কম দামে ওড়না হিজাব, শাল, ওয়ান পিস পাওয়া সম্ভব না। আমরা দিচ্ছি কারণ এসব আমাদের নিজস্ব পণ্য। এ দামে বিক্রির ফলে আমাদের লাভ কম হচ্ছে, তবে সেল বেশি হচ্ছে।’

মেলায় ঘুরতে আসা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া বলেন, ‘এ সব ওড়না, শাল, হিজাব ও ওয়ান পিস খুবই নিম্নমানের। নিউমার্কেট-গাউসিয়ার ফুটপাতেও এর থেকে ভালো মানের ওড়না হিজাব, শাল, ওয়ান পিস পাওয়া যায়। দামও এর থেকে কম।’

এমএএস/এনডিএস/এমকেএইচ

আরও পড়ুন