রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের
চলতি অর্থবছরে সরকার রাজস্ব আদায়ে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটার জন্য অনুকূল পরিবেশ চেয়েছেন ব্যবসায়ীরা। এজন্য তারা কর হার কমানোর দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্প-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে প্রথম পর্বের ধারাবাহিক আলোচনায় বসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আলোচনা অংশ নেয়া বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. শফিকুল ইসলাম মহিউদ্দিন কর হার কমানোর দাবি জানান।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমরা বিশদ আলোচনা করেছি। সরকার চায় বিনিয়োগ এবং কর্মসংস্থানের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে। ওনারা বলেছেন, তাদের ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা আছে, সেটা অর্জন করার জন্য আমরা চেয়েছি পরিবেশ। আর উনারা বলেছেন, এই টার্গেট ওনাদের প্রয়োজন উন্নয়নের জন্য।’
শফিকুল ইসলাম মহিউদ্দিন আরও বলেন, ‘এই দুটির সমন্বয় কীভাবে করা যায়, সেজন্য একযোগে কাজ করতে চাই। অসুবিধাগুলো চিহ্নিত করতে চাই। আমরা ইন্টারেস্ট রেট কমিয়ে আনার কথা বলেছি। ইনডিভিজুয়াল সেক্টর ওয়াইজ যেসব কর্পোরেট ট্যাক্সগুলো আছে এবং দুই-তিনবারও একটা বিষয় করের আওতায় আসছে।’
তিনি বলেন, ‘মন্ত্রী বলেছেন, ট্যাক্স রেট কমিয়ে এনে, ট্যাক্স নেটকে বাড়িয়ে তার চেয়েও বেশি ট্যাক্স আদায় করা সম্ভব। যেহেতু নতুন সরকার, নতুন মন্ত্রী, আমরা একটা সময় দিয়ে দেখতে চাই, কী উন্নয়ন হলো।’
‘আমাদের এসডিজি অর্জন করতে হবে, মধ্যম আয়ের দেশ হতে হবে, সেখানে ৮২ শতাংশ অবদান বেসরকারি খাতের। বিদ্যুৎ খাতের ৫৬ শতাংশ অবদান বেসরকারি খাতের। সো এভরি হোয়ার, ইট ইজ অ্যা প্রাইভেট সেক্টর ল্যান ইকোনমি অর্জন ছাড়া কোনো ব্যত্যয় আছে বলে আমি মনে করি না। এটা করতেই হবে, না করলে আমাদের দেশের যে সম্ভাবনা আছে, সেই কাঙ্ক্ষিত মাত্রায় আমরা উন্নয়ন ঘটাতে পারব না। যেটি প্রধানমন্ত্রী একান্তভাবে চান’, যোগ করেন এবিসিসিআইয়ের সভাপতি।
একক সুদ হার কার্যকর না হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি বলব- আস্থার কোনো বিষয় নাই। এখন সময় কার্যকরের। এটার ম্যাকানিজম কী হবে, সেটা ওনারা ভেবে দেখবেন। এবং অচিরেই করতে হবে। নাহলে বিনিয়োগের যে মোমেন্টাম আছে, সেটা বিঘ্নিত হবে।’
পিডি/এমবিআর/এমকেএইচ