মূল্যস্ফীতি কমেছে সেপ্টেম্বর মাসে
চলমান অর্থবছরে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। আলোচ্য মাসে এ হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৪ শতাংশে। যা আগস্ট মাসে ছিল ৬ দশমিক ৯১ শতাংশ। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্য ২ শতাংশে। যা আগষ্ট মাসে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ। আগষ্টে এ হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। খাদ্য বহির্ভুত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। আগষ্টে ছিল ৬ দশমিক ১৯ শতাংশ।
মন্ত্রী জানান, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশে। যা আগের মাসে ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫২ শতাংশে যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৩১ শতাংশ। যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৬ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আগামীতেও লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে।