ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পূর্বাচলে জমি চায় রিহ্যাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

স্বল্প আয়ের লোকজনকে কম দামে ফ্ল্যাট দিতে রাজধানীর অদূরে নতুন শহর পূর্বাচলে জমি চায় আবাসন মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং সোসাইটি অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।

অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমকে উদ্দেশ করে তিনি বলেন, ‘রাজধানীতে জমির দাম অনেক বেশি। তাই আমরা কেবল ধনীদের ফ্ল্যাট দেই। কিন্তু স্বল্প আয়ের মানুষদের জন্য কিছু করতে পারি না। পূর্বাচলে আমাদের একটা নির্দিষ্ট জমি দেন। সেখানে আমাদের জমি দিলে রাজউকের চেয়ে কম দামে ফ্ল্যাট দেব আমরা।’

এ সময় মন্ত্রীর কাছে স্বল্প আয়ের মানুষদের কম দামে ফ্ল্যাট দেয়ার জন্য একটি কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান রিহ্যাব সভাপতি। তিনি বলেন, ‘সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার যে পরিকল্পনা নিয়েছে, আমরা সেটা বাস্তবায়নে অংশীদার হতে চাই।’

পিডি/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন