৫ বছরের জন্য কর ছাড় সুবিধা পেল মজিদ জরিনা ফাউন্ডেশন
মজিদ জরিনা ফাউন্ডেশনের ব্যাংক আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে ৫ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করেছে সরকার। গত ৩১ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সুবিধা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার মজিদ জরিনা ফাউন্ডেশনের ব্যাংক আমানতের সুদ হতে প্রাপ্ত আয়কে ৫ বছরের জন্য কর অব্যাহতি প্রদান করেছে। এর জন্য ফাউন্ডেশনকে দুটি শর্ত মেনে চলতে হবে।
শর্ত দুটি হচ্ছে- ফাউন্ডেশনকে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল কারতে হবে এবং অব্যাহতিপ্রাপ্ত আয় সম্পূর্ণভাবে ফাউন্ডেশন কর্তৃক জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে।
এমইউএইচ/এমবিআর/এমএস