ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

একটি কিনলে ১০টি ফ্রি : মিথ্যা বিজ্ঞাপন‌ দেয়ায় জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩১ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জা‌তিক বা‌ণিজ্য মেলায় একটি কিনলে ১০টি ফ্রি’র নামে মিথ্যা বিজ্ঞাপন দি‌য়ে ক্রেতার স‌ঙ্গে প্রতারণা কর‌ছে ক‌য়েক‌টি প্র‌তিষ্ঠান। এ অ‌ভি‌যো‌গে টপ কালেকশন ও রহমান এন্টারপ্রাইজ নামে দুটি প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা ক‌রে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার রা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে প্র‌তিষ্ঠান‌ দু‌টি‌কে ১০ হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হয়। অভিযান প‌রিচালনা ক‌রেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

আব্দুল জব্বার মণ্ডল ব‌লেন, একটি কিনলে ১০টি ফ্রি’র নামে মিথ্যা বিজ্ঞাপন দি‌য়ে বাণিজ্য মেলায় ক্রেতাসাধারণের স‌ঙ্গে প্রতারণা কর‌ছে টপ কালেকশন ও রহমান এন্টারপ্রাইজ। এ অপরাধে টপ কালেকশনকে ১০ হাজার টাকা ও রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই স‌ঙ্গে ভবিষ্যতে এ রকম অনৈতিককর্ম থেকে বিরত থাকবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

এছাড়া প্যাকেটের গায়ের মূল্য অপেক্ষা অধিক মূল্যে চকলেট বিক্রয় করায় বিসমিল্লাহ ফুড প্রডাক্টকে তিন হাজার টাকা ও দিল্লি দরবারকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয় ব‌লে তি‌নি জানান।

এসআই/বিএ

আরও পড়ুন