ইউএস-বাংলার ব্যাংককের টিকিটে হোটেল ফ্রি
ব্যাংকক ভ্রমণে আগ্রহীদের জন্যে নতুন অফার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। ঢাকা-ব্যাংকক-ঢাকা দুটি টিকিট কিনলেই ব্যাংককে দুই রাত হোটেল ফ্রি থাকার সুযোগ করে দিচ্ছে সংস্থাটি।
এই অফারে ব্যপক সাড়া মিলবে বলে আশা করছেন প্রতিষ্ঠানের মুখপাত্র কামরুল ইসলাম। তিনি জানান, দেশে কিংবা বিদেশে যাত্রীদের সুবিধার পাশাপাশি দেশীয় পর্যটকদের অভ্যন্তরীণ গন্তব্যগুলোর সঙ্গে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলোর কানেক্টিভিটিকে উৎসাহিত করার জন্য ইউএস-বাংলার এই উদ্যোগ।
তিনি বলেন, ইউএস-বাংলার অন্যতম গন্তব্য ব্যাংকক। পর্যটকদের কাছে ব্যাংকক খুবই চিত্তাকর্ষক পর্যটন কেন্দ্র। ব্যাংকক ভ্রমণকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ইউএস-বাংলা দিচ্ছে ঢাকা-ব্যাংকক রুটে দুটি এয়ার টিকেট কিনলেই হোটেল সম্পূর্ণ ফ্রি। মাত্র ২০,৫০০ টাকায় প্রতিজনের জন্য ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকেটের সাথে থাকছে দুই রাত হোটেলে থাকা একদম ফ্রি। অফারটি কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য। ভাড়ায় সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত বলেও জানান তিনি।
তবে অফারটি শর্তসাপেক্ষে এবং আগে আসলে আগে পাবার ভিত্তিতে প্রযোজ্য। অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টার অথবা এয়ারলাইন্সের অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করা যাবে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩ নম্বরে যোগাযোগ করতে বলেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সাময়িক বিরতির পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে পুনরায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এবং স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককের সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পুনরায় ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবে।
বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা থেকে কলকাতা, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, ব্যাংকক এবং চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার যাত্রা শুরু পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশের ইতিহাসে সময়ের প্রেক্ষাপটে একটি রেকর্ড। বর্তমানে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে বিমান বহরে।
আরএম/এমবিআর/পিআর