ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মেলায় ৫শ’ টাকার পণ্য কিনলে মালয়েশিয়া ঘুরে আসার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এস্কোয়্যার প্লাস্টিক লিমিটেডের (ইপিএল) প্যাভিলিয়ন থেকে ৫০০ টাকার পণ্য কিনলে থাকছে মালয়েশিয়া ঘুরে আসার সুযোগ। পণ্য কেনার পর ক্রেতাদের টোকেন দেয়া হবে। টোকেনের একটা অংশ বক্সে রেখে দেয়ার পর মেলা শেষে লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে এ সুযোগ দেয়া হবে। এ ছাড়া বিজয়ী অন্যদের জন্যও থাকছে গিফট বক্স।

EPL-2

ইপিএলের নির্বাহী, বিক্রয় ও বিপণন কর্মকর্তা তানভীর আহম্মদ জাগো নিউজকে বলেন, ‘আমাদের প্যাভিলিয়ন থেকে ৫০০ টাকার পণ্য কিনলে একটি টোকেন দেয়া হচ্ছে। ক্রেতারা টোকেনের একটি অংশে নিজেদের মোবাইল নম্বর লিখে আমাদের নির্ধারিত বক্সে রেখে যাবেন। বাকি অংশ নিয়ে যাবেন। এক মাস মেলা শেষে এসব টোকেন থেকে লটারির মাধ্যমে পাঁচজনকে বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের ফোন করে জানানো হবে আমাদের পক্ষ থেকে।’

তানভীর আহম্মদ আরও জানান, দ্বিতীয় থেকে পঞ্চম বিজয়ীদের ইপিএলের তরফ থেকে গিফট বক্স দেয়া হবে। আর প্রথম বিজয়ীকে দেয়া হবে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা বিমানের একটি টিকিট।

এসআর/এমকেএইচ/এসজি

আরও পড়ুন