ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

১ হাজার ৪৫০ টাকার শাড়ি মিলছে ৯৯০ টাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

১ হাজার ৪৫০ টাকার হাফ সিল্ক শাড়ি মাত্র ৯৯০ টাকায় বিক্রি করছে সাতকাহন।

ঢাকা ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাংলাদেশ তাঁত বোর্ডের প্যাভিলিয়নের সাতকাহন স্টলে এই ছাড় দেয়া হচ্ছে।

sari-satkahon-in

এর বাইরেও বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে সাতকাহন। স্টলের সেলসম্যান নিপু জানান, তাদের নির্ধারিত মূল্যের চেয়ে মেলা উপলক্ষে পণ্যগুলোতে ছাড় দেয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৪৫০ টাকা মূল্যের হাফ সিল্ক শাড়ি ৯৯০ টাকায়, কটন শাড়ি ৩০০ থেকে ৩৫০ টাকা ছাড়ে, ৫ হাজার ৫০০ টাকা মূল্যের থ্রি-পিস ৩ হাজার ২০০ টাকায়, ১ হাজার ৪৫০ টাকার ওয়ান পিস (জামা) বিক্রি হচ্ছে ৯৯০ টাকায়।

এই মেলার অধিকাংশ স্টলেই ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো। একাদশ জাতীয় নির্বাচনের কারণে মেলা পিছিয়ে শুরু হয় ৯ জানুয়ারি। আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হবে এই আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা।

প্রদীপ দাস/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন