প্লাস্টিক খাত গতিশীল করতে সহযোগিতা করবে সরকার : বাণিজ্যমন্ত্রী
দেশের প্লাস্টিক খাতকে গতিশীল করতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ প্লাস্টিক গুডস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনব্যাপী ১৪তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে দেশের প্লাস্টিক খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। প্লাস্টিক বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। দেশে ও আন্তর্জাতিক বাজারে প্লাস্টিকের চাহিদা দিনদিন বাড়ছে।
টিপু মুনশি বলেন, দেশের তৈরি পোশাকসহ অনেক শিল্প কারখানায় প্লাস্টিক জাতীয় পণ্য আমদানি করতে হতো। আজ বাংলাদেশ প্লাস্টিক পণ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা পূরণ করে এখন বিদেশে রফতানি করা হচ্ছে।
তিনি বলেন, দেশে এখন প্রায় ২৫ হাজার কোটি টাকা মূল্যের প্লাস্টিক পণ্য উৎপাদ এবং বিক্রয় হচ্ছে। বিভিন্ন খাতের মাধ্যমে প্লাস্টিক পণ্য রফতানি হচ্ছে ৩ হাজার কোটি টাকা এবং সরাসরি রফতানি হচ্ছে ১ হাজার কোটি টাকা। রফতানিতে বাংলাদেশের অবস্থান ১২তম। এখানে ১২ লাখের বেশি মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। দেশের প্লাস্টিক সেক্টরকে সরকার গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে বিবেচনা করছে।
টিপু মুনশি বলেন, দেশের প্লাস্টিক খাতকে গতিশীল করতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এখন প্লাস্টিক পণ্য রফতানিতে ১০ ভাগ হারে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। দেশে এ মুহূর্তে মাথাপিছু ৫ থেকে ৭ কেজি প্লাস্টিক পণ্য ব্যবহ্যত হচ্ছে, আগামী ২০৩০ সালে এ ব্যবহারের পরিমাণ ৩৫ কেজি দাঁড়াবে। সে লক্ষ্যকে সামনে রেখে আমাদের সমতা বৃদ্ধি করতে হবে। তাছাড়া অন্যান্ন পণ্য রফতানি বৃদ্ধির সাথে সাথে প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়বে।
এবারের মেলায় বিশ্বের ১৯টি দেশের ৪৬০টি কোম্পানির ৭৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়। গত বছরের চেয়ে এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বৃদ্ধির পরিমাণ সাড়ে ৬ ভাগ।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুনা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এ এস এম কামাল উদ্দিন, ওয়ার্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং এর প্রেসিডেন্ট জুডি ওয়াং। এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন আহমেদ।
এমএএস/এমবিআর