ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সালমান এফ রহমানকে উপদেষ্টা করায় এফবিসিসিআইয়ের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯

বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ায় অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বুধবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতিকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

দেশের উন্নয়নে ব্যবসা-বান্ধব নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি খাতকে সম্পৃক্ত রাখায় এফবিসিসিআই সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ দেয়ার মাধ্যমে সরকারের সঙ্গে দেশের বেসরকারি খাতের যোগাযোগ আরও নিবিড় ও কার্যকর হবে বলে এফবিসিসিআই বিশ্বাস করে।

শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট টানা তৃতীয়বারের মত সরকার গঠন করে দেশের চলমান উন্নয়নের ধারাকে আরও বেগমান ও শক্তিশালী করবে বলে এফবিসিসিআই নেতৃবৃন্দ আন্তরিকভাবে বিশ্বাস করে। বাংলাদেশকে একটি উন্নত দেশের মর্যাদা প্রদানের লক্ষ্যে ব্যবসা বান্ধব মহাজোট সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতি দেশের ব্যবসায়ী সম্প্রদায় সবসময়ের মত পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদানে প্রত্যয় ব্যক্ত করেছে।

এসআই/এএইচ/পিআর

আরও পড়ুন