বাড়ল পেট বোতল-ফ্লেক্স রফতানিতে নগদ সহায়তা
পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রফতানিতে নগদ ভর্তুকি বা অর্থসহায়তা পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে ২০১৮-১৯ অর্থবছরে জাহাজিকৃত পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে পাঁচ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে রফতানি ভর্তুকি প্রযোজ্য হবে।
এছাড়া পেট বোতল-ফ্লেক্স রফতানির বিপরীতে ভর্তুকি পরিশোধ-সংক্রান্ত সকল সার্কুলার/সার্কুলারপত্রের নির্দেশনা যথারীতি বহাল থাকবে বলে জানানো হয়।
এসআই/এমএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ তথ্যপ্রযুক্তি খাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন জরুরি
- ২ লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তি দাবি বাজুসের
- ৩ বিজিএমইএ প্রশাসক-তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন প্রতিনিধিদলের বৈঠক
- ৪ সর্বাধুনিক মেশিনে আটা-ময়দা-সুজি উৎপাদন শুরু করলো প্রাণ
- ৫ রোববার থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি