ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচকের পতনে সপ্তাহ শুরু

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৩ আগস্ট ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হলেও  নিম্নমুখী ধারায় তা শেষ হয়েছে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

রোববার দিনশেষে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আট পয়েন্ট কমে চার হাজার আটশ ৩১ এ শরিয়া সূচক ডিএসইএস পাঁচ পয়েন্ট কমে এক হাজার একশ ৮৪ তে এবং ডিএস৩০ সূচক ছয় পয়েন্ট কমে এক হাজার আটশ ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে দিনশেষে লেনদেন হয়েছে চারশ ৬৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে একশ ২৯ কোটি টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল পাঁচশ ৯৬ কোটি টাকা।

ডিএসইতে তিনশ ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে একশ আটটির দাম বেড়েছে, কমেছে ১৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৯ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১২ হাজার ৪৯৪ তে এবং সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে ১৪ হাজার আটশ পাঁচ এ অবস্থান করছে। এদিন সিএসইতে মোট দুইশ ৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে একশ ৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।  লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকার।

এসআই/এএইচ/আরআইপি