ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৩ আগস্ট ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও সকাল ১১টায় পর সূচকের নিম্নমূখী প্রবণতা লক্ষ্য করা যায়।

রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেলা ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে এবং এবং শরিয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ১ হাজার ১৮৮ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৯ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১৮৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ১২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৮ পয়েন্টে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৪৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৫৮ পয়েন্টে এবং শরিয়া সূচক সিএসআই ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৮৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকার।

এসআই/এসএইচএস/এমএস