ব্যক্তিগত অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি লেনদেন নয়
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেল ৫টা থেকে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। তবে শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রোববার তথা নির্বাচনের দিন বিকেল ৫টা পযর্ন্ত এই ২৪ ঘণ্টা শুধুু ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেন করতে পারবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক গত ২৭ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই নির্দেশনার ফলে শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে বিকাশ, রকেট, ইউক্যাশ, এমক্যাশ, শিওর ক্যাশের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মুঠোফোনে আর্থিক সেবা বন্ধ রয়েছে।
জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও ভোটার আকৃষ্ট করতে টাকা ছড়ানো বন্ধের জন্য এ নির্দেশনা দেয়া হয়। নগদ টাকার পাশাপাশি অনেক সময় মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন হয়। এরকম পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারিশ ও নির্বাচন কমিশনের নির্দেশনায় ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখার সিন্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের জারি করা সার্কুলারে বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে ২৮ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দেয়া হলো। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট হতে ২৯ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৩০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত দিনে সর্বোচ্চ ৫ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে সীমিত আকারে এ সেবা চালু রাখা যেতে পারে।
মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক বা সাবসিডিয়ারিকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার পরামর্শ দেয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মোট ৩১ হাজার ৫২৫ কোটি টাকা লেনদেন হয়েছে। এতে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৫১ কোটি টাকা। সারাদেশের ৮ লাখ ৮০ হাজার এজেন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক রয়েছে ৬ কোটি ৭০ লাখ। এর মধ্যে সচল অ্যাকাউন্ট ছিল ৩ কোটি ৫৫ লাখ।
এসআই/জেডএ/জেআইএম