ই- পেমেন্টে উৎসাহ যোগাচ্ছে মাস্টারকার্ড
বাংলাদেশে ইলেকট্রনিক পেমেন্টে (ই-পেমেন্ট) উৎসাহ যোগাচ্ছে মাস্টারকার্ড। সম্প্রতি মাস্টারকার্ড, ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট এবং ডেবিটকার্ডের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করতে বিশেষ ক্যাম্পেইন ‘কার্ড স্টার্ট গো!’ সম্পূর্ণ করেছে।
ডেবিটকার্ড হোল্ডাররা শুধু এটিএম কার্ড হিসেবে ব্যবহার না করে কনা-কাটার ক্ষেত্রেও ডেবিটকার্ড ব্যবহার করা এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় ‘কার্ড স্টার্ট গো!’ ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে মোহাম্মাদ তানভীর আলম চৌধুরী, মাসুমা রহমান এবং রদেওয়ান রশিদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার বিজয়ীরা পাবেন মালয়েশিয়ায় ভ্রমণের বিমান টিকিটসহ তিন দিন দুই রাতের হলিডে প্যাকেজ। এছাড়াও অন্য বিজয়ীরা পুরস্কার হিসেবে পান মোবাইল ফোন ও গিফট্ ভাউচার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাস্টারকার্ডের সৈয়দ মোহাম্মদ কামাল এবং ব্র্যাক ব্যাংকের রিটেল ব্যাংকিং এর প্রধান ফিরোজ আহমেদ খানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘ব্রাক ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে ডেবিটকার্ড গ্রাহকদের জন্য ‘কার্ড স্টার্ট গো!’ ক্যাম্পেইন শুরু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট এবং ডেবিটকার্ডের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করার লক্ষ্যেই এই ক্যাম্পেইন বিশেষভাবে সাজানো হয়েছে। আমরা আমাদের গ্রাহকদের নিরাপদ, নিশ্চিত এবং সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং আমরা বিশ্বাস করি এ ক্যাম্পেইন ভবিষ্যতে ইলেক্ট্র্রনিক পেমেন্টের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।’
ব্র্যাক ব্যাংকের রিটেল ব্যাংকিং-এর প্রধান ফিরোজ আহমেদ খান বলেন, মাস্টারকার্ডের সহযোগিতায় ‘কার্ড স্টার্ট গো!’ প্রচারণার অংশ হতে পেরে এবং বাংলাদেশে আমাদের কার্ডগ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদান করতে পেরে আমরা আনন্দিত।
এসআই/একে/এমআরআই