ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অ্যাকর্ড বন্ধ করল আরও ৪ গার্মেন্ট কারখানা

প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৮ জুলাই ২০১৪

ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশের (অ্যাকর্ড) পরিদর্শনে বড় ধরনের ত্রুটির কারণে আরও ৪ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। রাজধানীর ইব্রাহিমপুরে একটি ভবনেই এই চারটি কারখানা অবস্থিত। এগুলো হচ্ছে, জয়া ফ্যাশন, চেরি প্রাইভেট লিমিটেড, ফ্লোরেন্স ফ্যাশন ও আলটিমেট ফ্যাশন্স।

অ্যাকর্ডের সুপারিশ যাচাই করে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে অ্যাকর্ডের পরিদর্শনে ২১টি কারখানা বন্ধ হয়েছে। অন্যদিকে বাকি ৩টি কারখানা বন্ধ হয়েছে উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্সের পরিদর্শনে। পর্যালোচনা কমিটির সদস্য বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ভবনটির কাঠামো ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি পাওয়া গেছে। পরে পর্যালোচনা কমিটি এটি অনিরাপদ বলে মত দিয়ে কারখানাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়।