ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্যবসায়ীরা চান শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হোক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ব্যবসায়ী নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার দুপুরে ব্যবসায়ীদের সমাবেশে এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সহ-সভাপতি সালমান এফ রহমান।

অনুষ্ঠানে গত ১০ বছরে দেশের বিভন্ন সেক্টরে উন্নয়নের ওপর একটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।

অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন- আনিসুর রহমান সিনহা, হেলাল উদ্দিন আহমেদ, আনোয়ারুল আলম চৌধুরী, আনোয়ার হোসেন, একে আজাদ, আতিকুল ইসলাম, টিপু মুন্সি, প্রকৌশলী কুতুব উদ্দিন আহমেদ, রুবানা হক, আহমেদ আকবর সোবহান, সাইফুল ইসলাম, ফজলুর রহমান, আবদুল মুক্তাদির, মাইকেল পলি, মিজানুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান প্রমুখ।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা চাই সরকারের ধারাবাহিকতা। যে নেতৃত্ব আমাদের বিদ্যুৎ ও জ্বালানি দিতে পারবে, ব্যবসায়িক পরিবেশ দিতে পারবে আমরা সেই নেতৃত্ব চাই। প্রধানমন্ত্রী বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২৬তম অর্থনৈতিক সদস্য দেশে পরিণত হবে। যে নেতৃত্ব ডেল্টা প্লান দিতে পারে, বিদ্যুৎ জ্বালানির নিশ্চয়তা দিতে পারে আমরা সে নেতৃত্ব চাই।’

সালমান এফ রহমান বলেন, ‘সরকার গত ১০ বছর দেশের অনেক উন্নয়ন হয়েছে। ব্যবসায়ীদের যে উন্নয়ন হয়েছে সে কারণেই আমরা শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় দেখতে চাই।’

মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশ এখন গর্বিত বাংলাদেশ। এখন আগের মত সেই অভাব অভিযোগ দুর্ভিক্ষ নেই। জলোচ্ছ্বাস বন্যা খরাসহ প্রাকৃতিক দুর্যোগের আগেই আমরা সচেতন হতে পারি। আশা করি শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হবেন।’

আব্দুল মুক্তাদির বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে শেখ হাসিনার মতো এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। যে কারণে আমরা ব্যবসা ক্ষেত্রে সবাই সফল হচ্ছি।’

ফজলুর রহমান বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হবে। বিজয়ের এ মাসে আমাদের আরেকটি বিজয় হবে।’

সাইফুল ইসলাম বলেন, ‘ন্যায্যমূল্যে আমরা ইলেকট্রিক সিটি পাচ্ছি, গ্যাস পাচ্ছি। এ সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই।’

আহমদ আকবর সোবহান বলেন, ‘আমরা আমেরিকা, থাইল্যান্ড সিঙ্গাপুরের চেয়ে এখন কোনো অংশে কম নই। শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদুতের সমস্যা ছিল, এখন নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

রুবানা হক বলেন, ‘৩০ লাখ মহিলা শ্রমিক আজ গার্মেন্টে কাজ করছে। এরা অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। এদের মূল্যায়ন আমাদের করতে হবে।’

টিপু মুন্সী বলেন, ‘রংপুর এক সময় মঙ্গার দেশ ছিল, এখন আর সেখানে মঙ্গা নাই। এখন রংপুরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে এবং সবুজে ভরে গেছে মাঠ।’

আতিকুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার সরকার ব্যবসাবান্ধব সরকার। এ সরকার ক্ষমতায় থাকা দরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ব্যবসা-বাণিজ্যে উন্নতি হয়। আমরা তাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

এফএইচএস/এনডিএস/আরআইপি

আরও পড়ুন