ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সিআইপি কার্ড পেলেন আরএফএল-এর আর এন পাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পালকে (আর এন পাল) সিআইপি (রফতানি) কার্ড প্রদান করেছে সরকার।

মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) অডিটরিয়ামে রফতানি বাণিজ্য ও অর্থনীতিতে অবদানের জন্য আর এন পাল-এর হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০১৬ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে এ কার্ড দেয়া হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সিআইপি (রফতানি) নীতিমালা-২০১৩ অনুযায়ী, ২০১৬ সালের জন্য ১৭৮ ব্যবসায়ীকে সিআইপি কার্ড দেয়া হয়। এর মধ্যে ১৮টি পণ্যখাতে ১৩৭ রফতানিকারক এবং পদাধিকারবলে ৪১ ব্যবসায়ী নেতাকে সিআইপি কার্ড দিয়ে সম্মানিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা গেছে, চার বছর ধরে প্লাস্টিক খাতে সিআইপি কার্ড প্রদান করছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে টানা তিন বছরই রফতানিতে বিশেষ অবদান রাখায় সিআইপি কার্ড ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে এ সম্মান পেলেন আর এন পাল। এর আগে ২০১৫ ও ২০১৪ সালেও একই ক্যাটাগরিতে সিআইপি কার্ড পান তিনি। ২০১৬ সালে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পক্ষে সিআইপি কার্ড পান তিনি।

সরকারি এক গেজেটের তথ্য অনুযায়ী, সিআইপি হিসেবে নির্বাচিত ব্যবসায়ীরা সচিবালয়ে প্রবেশে পাস, গাড়ির স্টিকার, জাতীয় অনুষ্ঠান ও সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমান, সড়ক, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে। এছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। একইসঙ্গে সিআইপিদের জন্য ব্যবসা-সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে উদ্দেশ্য করে ‘লেটার অব ইনট্রোডাকশন’ ইস্যু করবে। সিআইপিরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তিদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সিআইপি (রফতানি) কার্ডের আওতায় এক বছর ও পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এ সুবিধা পাবেন।

বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ।

এসআই/জেএইচ/এমএস

আরও পড়ুন