সপ্তাহ ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫ শতাংশ
গত সপ্তাহে বেশিরভাগ সময় জুড়ে মন্দাভাব ছিল দেশের পুঁজিবাজারে । এ কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সব ধরণের সূচক ও লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে এক হাজার ৩৭ কোটি টাকা বা ২৫ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ২২০ টাকার। আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৩৭ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা কম । আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ৪ হাজার ১৩৭ কোটি ৪৩ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকার শেয়ার।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৫ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ। ডিএস ৩০ সূচক কমেছে ২৭ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৬ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ।
গত সপ্তাহে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দরপতন হয়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।
সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ দশমিক ১০ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)১ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে ১৬ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক দশমিক ৮৪ শতাংশ বেড়ে ১২ হাজার ৫১৫ পয়েন্টে, সিএসই৫০ দশমিক ৫৮ শতাংশ ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক দশমিক ৩০ শতাংশ বেড়ে ৯ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১১২টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। টাকার অংকে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৮৮ লাখ ২২ হাজার ১২৫ টাকা।
এসআই/এসকেডি/পিআর