ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রেমিট্যান্স আহরণে এবারও নবমে থাকবে বাংলাদেশ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

চলতি বছর বাংলাদেশে প্রায় ১৬শ’ কোটি ডলার রেমিট্যান্স আসবে, যা গত বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। আর এতে রেমিট্যান্স আহরণকারী দেশ হিসেবে বিশ্বে নবম অবস্থানে থাকবে বাংলাদেশ। গত বছরের তুলনায় এ বছর বেশি রেমিট্যান্স বেশি আসলেও বিশ্বে রেমিট্যান্স আহরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বদলায়নি। সম্প্রতি বিশ্বব্যাংকের অভিবাসন ও উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, ২০১৮ সালে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১৫৯০ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠাবে। ২০১৭ সালের তুলনায় এর পরিমাণ ১৭.৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত সময়ে ১১ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৪২৬ কোটি ডলারেরও বেশি। যেখানে ২০১৭ সালে রেমিট্যান্স এসেছিল ১৩৪৭ কোটি ডলারের কিছু বেশি।

বিশ্বব্যাংকের তথ্যে, শীর্ষ ১০ রেমিট্যান্স আহরণকারী দেশের মধ্যে ভারতের স্থান প্রথমে। দেশটির রেমিট্যান্স আহরণের পরিমাণ প্রায় আট হাজার কোটি ডলারে দাঁড়াবে। তবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও ভারতেরই শুধু দুই অঙ্কের প্রবৃদ্ধি হবে।

এদিকে চলতি বছরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি বাড়েনি। রেমিট্যান্স আয়ের দিক থেকে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ভারতের পরে রয়েছে চীন, মেক্সিকো, ফিলিপাইন, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, ইউক্রেন ও ভিয়েতনাম।

বিশ্বব্যাংকের ধারণা, ২০১৮ সালে চীনের রেমিট্যান্সের পরিমাণ ৬৭ বিলিয়ন ডলার, মেক্সিকোর ৩৪ বিলিয়ন ডলার, ফিলিপাইনের ৩৪ বিলিয়ন ডলার, মিসরের ২৬ বিলিয়ন ডলার, নাইজেরিয়ার ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার, পাকিস্তান ২০ দশমিক ৯ বিলিয়ন ডলার, ইউক্রেন ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার, বাংলাদেশ ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ভিয়েতনাম ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করবে।

আরএস/জেআইএম

আরও পড়ুন