ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে সোনালী আঁশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।

শেয়ার মূল্য বড় ধরনের উত্থান হওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৬ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৪১ লাখ টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ার দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৪৮ দশমিক ৯০ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ২৪০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৭৩০ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪৯০ টাকা ৮০ পয়সা।

সোনালী আঁশের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ‘জেড’গ্রুপের প্রতিষ্ঠান অলটেক্স ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪২ দশমিক ৩১ শতাংশ। এর পরেই রয়েছে জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান তুং হাই নিটিং অ্যান্ড ডাইং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৯ দশমিক ৪৭ শতাংশ।

এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা আরএন স্পিনিংয়ের ২৮ দশমিক ৯৫ শতাংশ, জেড প্রুপের প্রতিষ্ঠান খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ২৭ দশমিক ৮১ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইল ২৬ দশমিক ৪৭ শতাংশ, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ২৩ দশমিক ৬৪ শতাংশ, জেড গ্রুপের আরেক প্রতিষ্ঠান নর্দান জুটের ২২ দশমিক ২৯ শতাংশ, জেড গ্রুপের তাল্লু স্পিনিংয়ের ২১ দশমিক ১৫ শতাংশ এবং ফার কেমিক্যালের ২০ দশমিক ৩০ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এনডিএস/এমকেএইচ

আরও পড়ুন