ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মেলায় আয়কর দিলেই প্রাণের চকলেট-বিস্কুট উপহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

আয়কর মেলায় এসে কর দিলে বিভিন্ন উপহার দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে রয়েছে চকলেট, বিস্কুট, পানি ও আয়কর নির্দেশিকাসহ পাটের ব্যাগ। খাদ্য পণ্যগুলো হলো দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ আরএফএল-এর।

নবম বারের মতো রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলার তৃতীয় দিন ছিল বৃহস্পতিবার। এদিন আয়কর মেলা প্রাঙ্গণে বুথগুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। করদাতারা কর প্রদান করে ফিরতি পথে একটি ব্যাগ নিয়ে ফিরছেন।

সংশ্লিষ্টরা বলছেন, আয়কর দিলে করদাতাদের জন্য সামান্য উপহার রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আয়কর নির্দেশিকা। এর মাধ্যমে করদাতারা আয়কর-সংক্রান্ত জ্ঞান অর্জন করে নিজেই কর দিতে পারবেন।

মেলায় রিটার্ন জমা দিয়ে ব্যাগ পেয়ে দারুণ খুশি বেসরকারি চাকরিজীবী ফরহাদ হোসেন তালুকদার। জাগো নিউজকে তিনি বলেন, ‘আয়কর রিটার্ন ফর্ম জমা দিয়ে চকলেট, বিস্কুট, পানি ও আয়কর নির্দেশিকাসহ পাটের ব্যাগ পেয়েছি। তরুণ করদাতা হিসেবে আমি গর্বিত। কিন্তু ফর্ম জমা দেয়ার আগে নির্দেশিকা পেলে লাভ হতো। তবে আগামীতে কাজে দেবে।’

মেলায় গিয়ে দেখা যায়, হাজার হাজার করদাতা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আয়কর দিচ্ছেন, আয়কর বিবরণী দাখিল করছেন; হাসিমুখে তাদের সেবা দিচ্ছেন রাজস্ব বোর্ডের কর্মীরাও।

দেখা যায়, করদাতারা সহজেই আয়কর রিটার্ন জমা দিতে পারছেন। ঢাকায় প্রতিটি কর অঞ্চলের জন্য আলাদা বুথ রয়েছে। নেয়া যাচ্ছে নতুন কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন)। এনবিআরের ‘ই-পেমেন্ট’ ওয়েবসাইট ব্যবহার করে পরিশোধ করা যাচ্ছে কর। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে করদাতারা আয়কর জমা দিতে পারছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন শুল্ক, ভ্যাট, সঞ্চয় অধিদফতর, বিসিএস (কর), একাডেমি, কাস্টমস একাডেমি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক পৃথক বুথ রয়েছে। এসব বুথ থেকে মেলায় আগত দর্শণার্থীরা সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে সব তথ্য জানতে পারছেন।

করদাতাদের মেলা প্রাঙ্গণে আয়কর রিটার্ন, ই-টিআইএন আবেদন ফরম এবং চালান ফরম সরবরাহ করা হচ্ছে। করদাতাদের সুবিধার্থে মেলায় হেল্প ডেস্ক, তথ্যকেন্দ্র ও আয়কর অধিক্ষেত্র সংক্রান্ত বুথ রয়েছে। এসব বুথের মাধ্যমে করদাতাদের আয়কর রিটার্ন ফরম পূরণ, চালান ও পে-অর্ডার প্রস্তুতসহ আয়কর আইনবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। করদাতাদের সুবিধার্থে মেলায় রয়েছে ফটোকপির ব্যবস্থাও।

এমএ/এনডিএস/পিআর

আরও পড়ুন