ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ার কেলেঙ্কারি : তদন্ত কমিটির প্রধানের সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ০২:১০ পিএম, ১৭ আগস্ট ২০১৫

১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমীরুল ইসলাম চৌধুরীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মামলার বাদি পক্ষের সাক্ষীও জেরা ও শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ভবনে অবস্থিত বিএসইসির স্পেশাল ট্রাইবুনালে সাক্ষ্য গ্রহণ, জেরা ও শুনানি অনিুষ্ঠিত হয়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ আগস্ট।

জেরা ও শুনানিতে বাদি পক্ষের সাক্ষীকে সহযোগীতা করেন বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান। অপরদিকে আসামি পক্ষে সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাক্ষীকে জেরা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক শহিদুল হক বুলবুল। উভয়ই সোমবার সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। অভিযুক্ত আরেক আসামি টি কে গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আবু তৈয়ব আসুস্থতার কারণে আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে তার আইনজীবী উপস্থিত ছিলেন।

এদিকে গত রোববার আবু তৈয়বকে আদালতের নির্দেশে অ্যাম্বুলেন্সে করে বিএইচবিএফসি ভবনে অবস্থিত আদালত চত্বরে হাজির করা হয়। পরে আদালত অভিযুক্ত আসামির উপস্থিতি নিশ্চিত হয়ে সেটিকে হাজিরা হিসেবে গণ্য করেন এবং তার জামিন মঞ্জুর করেন। আর অপর দুজন গত ৯ আগস্ট ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন নেন।

মামলার সূত্রে জানা গেছে, আসামিদের পরস্পর যোগসাজসে ১৯৯৬ সালে প্রতারণার মাধ্যমে শেয়ারবাজারে ভ্যালু ম্যানুপোলেট করে কার্ভ মার্কেটে শেয়ার বেচাকেনা করে। যার বিপরীতে দুই কোটি ৮২ লাখ টাকা বিদেশি হিসাব খাতে চলে যায়। যা ১৯৬৯ সালের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স লঙ্ঘন।

উল্লেখ, ১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় মোট ১৫টি মামলা হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চিটাগাং সিমেন্ট অ্যান্ড ক্লিংকার কোম্পানির (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে রকিবুর রহমান, আবু তৈয়ব ও শহিদুল হক বুলবুলকে আসামি করা হয়। তিনজনই সে সময় কোম্পানিটির পরিচালক ছিলেন।

গত জুনে শেয়ারবাজার-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর ৯৬ সালের মামলাগুলোর মধ্যে প্রথম চিটাগাং সিমেন্ট কোম্পানি সংশ্লিষ্ট মামলাটির বিচারিক কাজ শুরু হয়। ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির সময়ও ক্ষমতায় ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ওই কেলেঙ্কারির ঘটনায় সরকারের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আমীরুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি ১৯৯৭ সালের ২৭ মার্চ সরকারের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই পরে বিএসইসি ১৫টি মামলা করে। এসব মামলায় ৩৮ জন ব্যক্তি, ৮টি তালিকাভুক্ত কোম্পানি ও ছয়টি ব্রোকারেজ হাউসকে কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করা হয়।

এসআই/আরএস/আরআইপি