ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ফ্রান্সের সিয়াল ফেয়ারে ৫৩ লাখ ডলারের রফতানি আদেশ পেল প্রাণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৮

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা ফ্রান্সের সিয়াল ফুড ফেয়ারে প্রায় ৫৩ লাখ মার্কিন ডলার সমমূল্যের রফতানি আদেশ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রাণ। মেলায় বিশ্বের ৮৫টি দেশের প্রায় ৪০০ আমদানিকারক প্রাণ-এর স্টল পরিদর্শন করেন।

প্যারিসের নর্ড ভিলপান্তে প্রদর্শনী কেন্দ্রে গত ২১ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের মেলায় বিশ্বের ১০৯টি দেশের প্রায় ৭ হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। সিয়াল ফেয়ারে এবার নিয়ে মোট নবমবারের মতো অংশ নিলো প্রাণ গ্রুপ।

প্রাণ এক্সর্পোট লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ বছর দুটি স্টলে ২০টি নতুন পণ্যসহ পাঁচশতাধিক পণ্য প্রদর্শন করে প্রাণ। এসব পণ্যের মধ্যে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বিভিন্ন ধরনের ক্যান্ডি, চকলেট, ললিপপ, জুস, নুডলস এবং বিস্কুট।

PRAN-1

মেলায় প্রাণ পণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পেয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে ১৪১টি দেশে প্রাণ-এর পণ্য রফতানি হচ্ছে। এবারের মেলায় নতুন দেশ হিসাবে যুক্ত হয়েছে ভেনেজুয়েলা, কসোভো, সার্বিয়া, কোস্টারিকা ও চেক রিপাবলিক।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রফতানি বাজার সম্প্রসারণ করা। সিয়াল ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়ার ফলে প্রাণ পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার একটা সুযোগ তৈরি হয়।

জেএইচ/পিআর

আরও পড়ুন