দ্বিতীয় প্রান্তিকে যমুনা ব্যাংকের আয় বেড়েছে ১০৯ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংকের চলতি হিসেব অনুযায়ী বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৬৯ পয়সা। যা আগের বছরের তুলনায় ৩৬ পয়সা বা ১০৯ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ১৫- জুন ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
প্রসঙ্গত, হিসাব বছরের অর্ধবার্ষিকীতে (জানুয়ারি ১৫- জুন ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৭৫ পয়সা। যা আগের বছরের তুলনায় ২৯ পয়সা বা ৬৩ দশমিক ০৪ শতাংশ বেশি। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৬ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ দাঁড়িয়েছে ৬ টাকা ৬২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ২ টাকা ৯৮ পয়সা। আর চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ২৭ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময় ছিল ১৫ টাকা ৪৬ পয়সা।
এসআই/এআরএস/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ তথ্যপ্রযুক্তি খাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন জরুরি
- ২ লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তি দাবি বাজুসের
- ৩ বিজিএমইএ প্রশাসক-তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন প্রতিনিধিদলের বৈঠক
- ৪ সর্বাধুনিক মেশিনে আটা-ময়দা-সুজি উৎপাদন শুরু করলো প্রাণ
- ৫ রোববার থেকে ঢাকার ১৩ স্থানে ন্যায্যমূল্যে ডিম বিক্রি