ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

‘জীবন গল্প’ এর সঙ্গে যুক্ত হলো প্রাণ মি. ম্যাংগো ক্যান্ডি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

দেশের অন্যতম বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক ঢাকা-এফএম ৯০.৪ এর জনপ্রিয় অনুষ্ঠান ‘জীবন গল্প’ এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাণ মি. ম্যাংগো ক্যান্ডি।

সম্প্রতি ঢাকা-এফএম এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রাণ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন- হেড অব মার্কেটিং শাহাদাত হোসেন (পিএসসি), অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার রিয়াদ মোর্শেদ (পিএসসি), হেড অব মিডিয়া ওমর ফারুক ও অ্যাসিস্ট্যান্ট মিডিয়া ম্যানেজার সুজন খন্দকার।

ঢাকা-এফএম এর পক্ষে উপস্থিত ছিলেন- কন্সাল্ট্যান্ট ড্যানিয়েল, আফজালুর রহমান, অনুষ্ঠান প্রধান শাহরিয়ার রহমান, সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সৌরভ কান্তি দাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) পঙ্কজ রয়সহ আরও অনেকে।

‘জীবন গল্প’ মূলত মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা অসাধারণ একটি প্রোগ্রাম। যার সঞ্চালক হিসেবে আছেন দেশের জনপ্রিয় রেডিও জকি কিবরিয়া। অনুষ্ঠানটি ইতোমধ্যে শ্রোতাদের মন জয় করে নিয়েছে। আগামীতেও আরও লাখো শ্রোতার মন জয় করবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এমবিআর/আরআইপি

আরও পড়ুন