আজ জরুরি বৈঠকে বসছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা
একের পর এক বড় দরপতন ঘটছে দেশের শেয়ারবাজারে। এ পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) জরুরি বৈঠকে বসছেন পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যলয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইসিবি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), স্টক এক্সচেঞ্জসহ স্টেকহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার শেয়ারবাজারে চলতি বছরের সর্বোচ্চ দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৭৯ পয়েন্ট। এমন পতনে প্রায় দুই বছর আগের অবস্থানে ফিরে গেছে মূল্য সূচকটি। বড় দরপতনের পাশাপাশি লেনদেন খরাও দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় তিন মাস ধরে দেশের শেয়ারবাজার একপ্রকার দরপতনের মধ্যে রয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আস্থাসংকট।
এ কারণে পুঁজিবাজারে গতি ফেরাতে আইসিবিকে দুই হাজার কোটি টাকার বন্ড ছেড়ে তার কমপক্ষে ৭৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে বাধ্যতামূলক নির্দেশ দিয়েছে বিএসইসি। তবে এ সুসংবাদ আসার পরও বাজারপতনের হাত থেকে রক্ষা পায় না। বরং দরপতনের মাত্র আরও বেড়েছে। এ পরিস্থিতিতেই জরুরি বেঠকে বসছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আইসিবিতে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্টেকহোল্ডাররা তাদের মতামত ও সুপরিশ তুলে ধরবেন।
এমএএস/বিএ