ঋণ প্রদান প্রক্রিয়া সহজ করার দাবি নারী উদ্যোক্তাদের
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদান প্রক্রিয়া আরো সহজ করার দাবি জানিয়েছে নারী উদ্যোক্তারা। সেই সঙ্গে কোন ধরনের হয়রানি ছাড়া ঋণ প্রাপ্তি নিশ্চিত করার অনুরোধ জানান তারা।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) অনুষ্ঠিত নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট সম্মেলনে অংশ নেয়া নারী উদ্যোক্তারা এসব দাবি জানান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)’র মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) বাংলাদেশের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনে উন্মুক্ত আলোচনা পর্বে নারী উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। ঋণ পাওয়ার অভিজ্ঞতা বর্ননা করে ফ্যাশন হাউজ তারা মার্কার প্রোপাইটর তাপসী সাহা বলেন,‘ঋণ নিতে ব্যাংকে যাওয়ার পরে আমাকে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, টিন নম্বরসহ বহু কাগজের একটি তালিকা ধরিয়ে দিলেন কর্মকর্তা। এসব কাগজ প্রস্তুত করতে এক বছরের বেশি সময় ব্যয় হয়।’ তিনি সময় বাঁচাতে প্রত্যেক নারী উদ্যোক্তাকে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে ঋণ প্রদান করার দাবি জানান এবং পরবর্তীতে সব কাগজ জমা দেওয়ার শর্তারোপের কথা বলেন।
তাপসী ছাড়াও আরো কয়েকজন নারী উদ্যোক্তা ঋণ প্রদান প্রক্রিয়া সহজ করার কথা বলেন। নারী উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে গর্ভনর আতিউর রহমান এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে বলেন, হয়রানি মুক্তভাবে নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে নারী উদ্যোক্তাদের মতবিনিময় করার ব্যবস্থা করতে হবে। তাদের সমস্যার সমাধান ও নারী উদ্যোক্তা হতে উৎসাহ প্রদান করতে হবে।
এসকেডি/পিআর