ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

২৮ অক্টোবর থেকে এসএস স্টিলের আইপিও আবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এসএস স্টিলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে। আগ্রহী বিনিয়োগকারীরা ৭ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন করতে পারবেন।

যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও খরচ মেটাতে এসএস স্টিলকে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৭ জুলাই অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় কোম্পানিটিকে ১০ মূল্যে শেয়ার ছেড়ে এ টাকা উত্তোলণ করার অনুমোদন দেয়া হয়। বিএসইসির ওই অনুমোদনের ফলে এসএস স্টিল আইপিওতে ২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়বে।

কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে পালন করছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

আইপিও অনুমোদন দেয়ার সময় বিএসইসি জানায়, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এসএস স্টিলের পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা এবং পুনঃমূল্যায়নসহ দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৫ পয়স। আর ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮২ পয়সা।

এমএএস/এমবিআর/পিআর

আরও পড়ুন