ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৭০০ কোটি টাকার নন-কনভারটিবল সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৫৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি জানিয়েছে, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন, ফ্লোটিং রেট এবং অতালিকাভুক্ত সাব অর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে।
এ বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স, বিদেশি উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য এক কোটি টাকা।
বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইসলামী ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেসের শর্ত পূরণ করবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।
এমএএস/এএইচ/পিআর