ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংককে ফাঁকি দিয়ে অনিয়ম সম্ভব নয়

প্রকাশিত: ০৯:১৪ এএম, ১২ আগস্ট ২০১৫

ব্যাংকিং কার্যক্রম ডিজিটালাইজেশনের আওয়ায় আনায় এখন কেন্দ্রীয় ব্যাংককে ফাঁকি কোন প্রতিষ্ঠান অনিয়ম দুর্নীতি করতে পরবে না বলে দাবি করেছেন গভর্নর ড. আতিউর রহমান। বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে আন্তঃব্যাক পয়েন্ট অব সেল লেনদেনের উদ্বোধন কালে গভর্নর এ কথা বলেন।

এনপিএস-এর আওতাভুক্ত যে কোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে সহজে পস ডিভাইজের মাধ্যমে লেনদেন করতে পারবে। এর ফলে এখন থেকে এক ব্যাংকের পয়েন্ট অব সেলের (পিওএস বা পস) মাধ্যমে অন্য ব্যাংকের অনুমোদিত কার্ড ব্যবহার করে কেনাকাটা বা অন্যান্য বিল পরিশোধ করা যাবে।

ব্যাংকিং সেক্টরের সব কিছু ডিজিটাইজেশন করা হচ্ছে উল্লেখ করে গভর্নর বলেন, অনেকে অনেক কথা বলেন, না জেনে। এখন সুপারভিশনকে ডিজিটাইজেশন করা হয়েছে। এখন কেউ আর কেন্দ্রীয় ব্যাংককে ফাঁকি দিতে পারবে না। আর দেশের ব্যাংকিং খাতে যত বেশি ডিজিটালাইজেশনের আওতায় আনা যাবে তত বেশি অনিয়ম দুর্নীতি কমবে।  

ড. আতিউর রহমান বলেন, আগে আন্তঃব্যাংক লেনদেন করতে বিদেশি প্রতিষ্ঠানের সাহায্য নিতে হত, এতে অনেক অর্থ খরচ হত। এখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে এ সেবা দেওয়া হবে। এতে অনেক অর্থের সাশ্রয় হবে। এটি জাতির জন্য গণপণ্য উপহার।

তিনি বলেন, আগামী অক্টোবরে আরটিজিএস চালু করব। এতে টাইম ফর ডুয়িং বিজনেস ও কস্ট অব ডুয়িং অব বিজনেস কমে আসবে।

গভর্নর বলেন, মুদ্রানীতিকে দক্ষ করার জন্য পেমেন্ট সিস্টেমের উন্নতি ঘটানো হচ্ছে। তবে আমাদের সেন্ট্রাল ব্যাংক শুধু শাসন করে না, সাহায্যও করে। এমন কেন্দ্রীয় পৃথিবীতে দ্বিতীয়টা নাই।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবুল কাশেম, এস কে সুর চৌধুরী, আবু হেনা রাজী হাসান, নাজনীন সুলতানাসহ ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী এবং কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এএইচ/পিআর