ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১১ আগস্ট ২০১৫

ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, পাদুকা প্রভৃতি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি হোসেন খালেদ। মঙ্গলবার ডিসিসিআই গুলশান সেন্টারে ডিসিসিআই’র সভাপতি হোসেন খালেদের সাঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোজ ডা নবরেগা সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

ডিসিসিআই সভাপতি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তি সহায়তা বৃদ্ধির প্রস্তাব করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি ও জলবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের জন্য ব্রাজিলের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি শ্রমিকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপনের আহ্বান জানানো হয়।

এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ডিসিসিআইকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাময় খাতসমূহের উপর আরো বিস্তারিত গবেষণা পরিচালনার আহ্বান জানান।

তিনি বলেন, দু`দেশের ব্যবসায়িক সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য নিয়মিতভাবে বাণিজ্য প্রতিনিধিদলের সফর আরো বৃদ্ধি করতে হবে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে উৎপাদিত তৈরি পোষাকের গুণগতমানের প্রশংসা করে তিনি আরো বলেন, ব্রাজিল বর্তমানে বাংলাদেশের তৈরি পোষাক, পাদুকা এবং বাইসাইকেল আমদানি করছে।

এছাড়া বাংলাদেশে মটরপার্টস শিল্পে ব্রাজিলের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

এ সময় ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো. শোয়েব চৌধুরী, পরিচালক এস রুমি সাইফুল্লাহ এবং মহাসচিব এএইচএম রেজাউল কবির উপস্থিত ছিলেন।

এসআই/আরএস/এমআরআই