ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

প্রকাশিত: ০৭:০১ এএম, ১০ আগস্ট ২০১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। শুরুর প্রথম  দুই ঘণ্টায় উভয় স্টক এক্সচেঞ্জে  কমেছে সব ধরণের সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বেলা সাড়ে ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৮৩২ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস  দশমিক  ৪৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে। এসময় টাকায় লেনদেন হয়েছে ৩২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১০০টির দাম বেড়েছে, কমেছে ১৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।


অপরদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৬৬ পয়েন্ট কমে ১২ হাজার ৩৫৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৩৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১২৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৯ লাখ টাকা।

এসআই/এএইচ/পিআর