ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দুই কার্যদিবস পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৭ আগস্ট ২০১৮

টানা দুই কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার (৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখিতা ফিরে এসেছে।

মূল্য সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেন কিছুটা কমেছে।

এর আগে টানা দুই কার্যদিবস পতনে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইক্সের ৪৫ পয়েন্ট পতন হয়। অবশ্য তার আগের তিন কার্যদিবস টানা ঊর্ধ্বমুখী থাকে শেয়ারবাজার। ওই তিন কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়ে ১৩৫ পয়েন্ট। অর্থাৎ ডিএসইর প্রধান মূল্য সূচক টানা ১৩৫ পয়েন্ট বাড়ার পর ৪৫ পয়েন্ট কমে আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

মূল্য সূচক ও লেনদেন বাড়লেও মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭২টির। আর ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পরও বাজার ঊর্ধ্বমুখী রাখতে মুখ্য ভূমিকা রেখেছে ব্যাংক খাত। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২০টি ব্যাংকেরই শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ছয়টি ব্যাংক।

বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে।

বাজারে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৩৯ কোটি ৩১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৭১ কোটি ২১ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বিবিএস কেবলসের শেয়ার। কোম্পানিটির ৬০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল।

লেনদেনে এরপর রয়েছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার, সায়হাম টেক্সটাইল, আমান কটন, লিগাসি ফুটওয়্যার, ফার কেমিক্যাল এবং কনফিডেন্স সিমেন্ট।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৬৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে। দাম কমেছে ১১৫টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

এমএএস/এএইচ/এমএস

আরও পড়ুন