ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৮ আগস্ট সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০২ আগস্ট ২০১৮

সঞ্চয়পত্রের সুদহার ৮ আগস্ট সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সাধারণত দুই তিন বছর পরপরই আমরা সুদহার সমন্বয় করি। কিন্তু এবার একটু দেরি হয়েছে। বাজার রেটের তুলনায় সঞ্চয়পত্রে সুদহার অনেক বেশি। তাই ৮ আগস্ট এটা সমন্বয় করা হবে।

এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, বাজেটের পর সঞ্চয়পত্রে সুদের হার কমানো হবে। তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদহারের ক্ষেত্রে আমরা বাজার রেট থেকে এক বা দেড় শতাংশ বেশি রাখতে চেষ্টা করি। কিন্তু এখন এটা অনেক বেশি হয়ে গেছে। সুতরাং অবশ্যই বাজেটের পর এটা কমানো হবে।

এমইউএইচ/এএইচ/জেআইএম

আরও পড়ুন