ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান
শিক্ষার ওপর সাড়ে ৭শতাংশ ভ্যাট প্রত্যাহার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়নের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘নো ভ্যাট অন অ্যাডুকেশন’ নামক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এ স্মারকলিপি প্রদান করেন।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষার উপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা, এতে প্রেসক্লাবের আশেপাশের এলাকায় চরম যানজট সৃষ্টি হয়।
এ সময় প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। বাঁধার মুখে পড়লে শিক্ষার্থী ফারহান হাবিবের নেতৃত্বে সালাউদ্দিন মিঠু ও ফজলে রাব্বী খান স্বাকরলিপি প্রদানে বঙ্গভবনে যান। তারা জানান, স্মারকলিপি প্রদানের পর থেকে পাঁচ দিনের মধ্যে সঙ্কট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমারা কঠোর কর্সূচিতে যাবো।
এসকেডি/এমআরআই