ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আইসিবির দুই হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৭ জুলাই ২০১৮

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২ হাজার কোটি টাকার নন-কনভারটিবল ফিক্সড রেট সাব-অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৫১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, পূর্ণ অবসায়ন, ফিক্সড রেট এবং অতালিকাভুক্ত সাব-অর্ডিনেট বন্ড। বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ড বিভিন্ন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ আইসিবি চারটি উদ্দেশ্যে ব্যয় করবে বলে জানিয়েছে বিএসইসি। এগুলো হলো-

এক. প্রাইমারি ও সেকেন্ডারি বাজারে বিনিয়োগ পরিকল্পনায় বাজার সৃষ্টিকারি হিসেবে অগ্রণী ভূমিকা পালন।

দুই. এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও এনআরবি ইন্ডাস্ট্রিয়াল ফান্ড এর উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ।

তিন. অবকাঠামোগত উন্নয়ন ও সরকারের প্রাধিকারভুক্ত খাতে বিনিয়োগ।

চার. পিপিপি প্রকল্পে বিনিয়োগ।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড।

এমএএস/জেএইচ/পিআর

আরও পড়ুন