ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এস এস স্টিলের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৭ জুলাই ২০১৮

এস এস স্টিল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৬৫১তম কমিশন সভয় এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, এস এস স্টিল আইপিওতে ২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিও’র মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকা পুঁজি উত্তোলন করবে।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা এস এস স্টিল যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বিএসইসি জানিয়েছে, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা এবং পুনঃমূল্যায়নসহ ১৫ টাকা ৩৫ পয়সা। আর গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ৮২ পয়সা।

এমএএস/জেএইচ/এমএস

আরও পড়ুন