ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ওএমএসে প্যাকেটজাত আটা : ২ কেজি ৪২ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৭ জুলাই ২০১৮

ওএমএসে (খোলা বাজারে) প্যাকেটজাত আটা বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) সচিবালয়ে খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ প্যাকেটজাত আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন।

খাদ্য মন্ত্রণালয়ের ইনোভেশন টিম ‘ফুড গ্রেডেড প্যাকেটের মাধ্যমে ওএমএসের আটা বিক্রি’ নামে পাইলট প্রকল্প গ্রহণ করেছে। দুই কেজির প্রতি প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা।

সচিব বলেন, সচিবালয় যেহেতু প্রশাসনের প্রাণ কেন্দ্র। সে জন্য সচিবালয়ের সমবায় সমিতির মাধ্যমে প্রথমে শুরু করলাম। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

Oms-2

তিনি আরও বলেন, ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা আটাটা দিচ্ছি। বাজারের যে কোনো আটার চেয়ে এ আটার গুণগত মান ভালো। আটা বহনেও সুবিধা। আগে ওএমএসের আটা নিতে আলাদা ব্যাগ আনতে হত। এ আটার প্রচলন মন্ত্রণালয়ের ইনোভেশন টিমের কৃতিত্ব।

তিনি বলেন, এ আটার প্যাকেটের বিশেষ বৈশিষ্ট্য হল ফুড গ্রেডেড, খাদ্য নষ্ট হবে না। ৪৫ দিন পর্যন্ত খাদ্যটা ইনটেক থাকবে। ওজনেও সঠিক।

অনুষ্ঠানে খাদ্য অধিদফতরের মহাপরিচালক আরিফুর রহমান অপুসহ খাদ্য মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/এমএমজেড/এএইচ/পিআর/এমএস

আরও পড়ুন