ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকা নির্ধারণের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৬ জুলাই ২০১৮

তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মোট মজুরি ৬,৩৬০ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। মুদ্রাস্ফীতি বিবেচনা করে এই মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানান বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।

সোমবার ন্যূনতম মজুরি কমিশনের তৃতীয় বৈঠকে এ প্রস্তাব করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম। শ্রমিক পক্ষ থেকে উপস্থিত হলে শ্রমিক নেতা বেগম শামসুন্নাহার ভূঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিরা।

সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিকদের জীবনযাপন ব্যয়, মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য ও অন্যান্য আর্থ-সামাজিক বিষয় বিবেচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

এদিকে অবিলম্বে মজুরি ১৬ হাজার টাকা করার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন পল্টনে নিম্ন মজুরি বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এমএ/জেএইচ/এমএস

আরও পড়ুন