ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৪ জুলাই ২০১৮

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) ডাকে গত বছর থেকে শুরু হওয়া বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ এবারও উদযাপন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৬৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অক্টোবরে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮ উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ উপলক্ষে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

গত বছর বিশ্বজুড়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের ডাকে প্রথমবারের মতো ১০০টির বেশি দেশে এ দিবস উদযাপন করে। সে সময় বাংলাদেশেও এ সপ্তাহ উদযাপন করা হয়। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে সচেতন করাই এর মূল উদ্দেশ্য।

এমএএস/আরএস/আরআইপি

আরও পড়ুন