ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে

প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৪ আগস্ট ২০১৫

জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর হিসাব মতে, মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। যা আগের মাসে ছিলো ৬ দশমিক ২৫ শতাংশ।

মঙ্গলবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রি আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, জুলাই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। যা জুনে ছিলো ৬ দশমিক ২৫ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানান মন্ত্রি। জুনে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি ছিলো ৬ দশমিক ৩২ শতাংশ। আর জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ।

অপরদিকে বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। জুলাই মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাড়িয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। জুন মাসে ছিলো ৬ দশমিক ১৫ শতাংশ।

মন্ত্রি বলেন, পরিধেয় বস্ত্র, চিকিৎসা সামগ্রি, বাড়ি ভাড়া, আসবাবপত্র, পরিবহন খরচ ও শিক্ষা ব্যয় কিছুটা বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে।

এসএ/এআরএস/পিআর