ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

১৩ জুন পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১০ জুন ২০১৮

পবিত্র শবে কদর উপলক্ষে আগামী ১৩ জুন বুধবার সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে এবং রফতানি সচল রাখতে ওই দিন সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, আাসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১৩ জুন বুধবার পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা রাখার নির্দেশ দেয়া হলো।

উল্লেখ্য, এর আগে ১২ জুনের পরিবর্তে শবে কদরের ছুটি ১৩ জুন পুনর্নির্ধারণ করে সরকার। বাংলাদেশ ব্যাংকও ১২ জুনের পরিবর্তে ১৩ জুন ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেয়।

এসআই/ওআর/পিআর

আরও পড়ুন