ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইতে লেনদেন ছাড়ালো ৮শ` কোটি টাকা

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০২ আগস্ট ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন ছাঁড়িয়েছে ৮০০ কোটি টাকা। এছাড়া দিনশেষে বেড়েছে সব ধরণের সূচক। তবে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এদিকে দিনের শুরুতে ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেনে হলেও পরে সূচকের উঠানামা লক্ষ্য করা যায়।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ্ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৮০৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম বেড়েছে, কমেছে ১৪৯ টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১১০টির, কমেছে ১২৬টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৬ লাখ টাকার।

এসআই/আরএস/এমআরআই