ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উল্লেখযোগ্য শেয়ার অর্জন বিধিমালা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৩ জুন ২০১৮

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৬তম নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বিধিমালাটির খসড়ার ওপর জনমত জরিপে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

এমএএস/এমআরএম/আরআইপি

আরও পড়ুন