ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বুধবার ১০ কোম্পানির লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২২ মে ২০১৮

রেকর্ড ডেটের কারণে বুধবার (২৩ মে) তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর সাত কোম্পানির লেনদেন আবার চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন বন্ধ থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-নর্দার্ণ জেনারেল ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সিটি ব্যাংক, বাটা সু, সেন্ট্রাল ইনস্যুরেন্স, অগ্রণী ইনস্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক এবং ফেডারেল ইনস্যুরেন্স। রেকর্ড ডেটের পর ২৪ মে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আবার চালু হবে।

এদিকে রেকর্ড ডেটের পর বুধবার যে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন শুরু হবে তার মধ্যে রয়েছে- ইসলামী ইনস্যুরেন্স, যমুনা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, প্যারামাউন্ট ইনস্যুরেন্স ও পাইনিয়র ইনস্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে মঙ্গবলবার এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ ছিল।

এমএএস/এএইচ/এমএস

আরও পড়ুন